বোনের জানাজায় এসে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন ভাই

বোনের জানাজায় এসে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন ভাই

বোনের জানাজায় অংশ নিতে গিয়ে নিজেই লাশ হলেন রমজান হাওলাদার নামের এক যুবক। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে যমুনা লাই‌নের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ যায় ১০ জনের।

রোববার (২৯ মে) দুপুরে রমজান হাওলাদারের ভাই না‌সির হাওলাদার বলেন, আমাদের বোন ময়না বেগম মারা গেছেন শ‌নিবার (২৮ মে)। আজ তার দাফন হওয়ার কথা ছিলো। এ কারণে ভাই ঢাকা থেকে আসছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় তিনি মারা গেলেন। একসঙ্গে ভাই ও বোনকে হারালাম। এ শোক সহ্য করার মতো না।

তিনি আরও জানান, রমজান ঢাকার সাভারের জিরাবোতে এক‌টি গার্মেন্টেসে সি‌কিউরিটির দা‌য়িত্বে ছি‌লেন।

উজিরপুর থানার পু‌লিশের উপ-প‌রিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ১০ যাত্রী নিহত হন। রোববার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে এ দুর্ঘটনা ঘটে। এর কারণ ক্ষতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post