ড্রোন দিয়ে নজর রাখি কোথায় কী কাজ হচ্ছে : মোদি

drone diye nojor rakhi kothay ki kaj hocche modi,india news,ড্রোন দিয়ে চুপিচুপি সব দেখেন মোদি,ড্রোন দিয়ে সব দেখেন মোদি,ড্রোন উড়িয়ে সব নজর রাখছি,

ড্রোন দিয়ে নজর রাখি কোথায় কী কাজ হচ্ছে : মোদি

ড্রোন দিয়ে নজর রাখি কোথায় কী কাজ হচ্ছে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের কোথায় কী উন্নয়নমূলক কাজ হচ্ছে নিমেষেই দেখি। সেটা নজর রাখি ড্রোনের মাধ্যমে।

শুক্রবার (২৭ মে) এক অনুষ্ঠানে এ কথা জানান মোদি।

তিনি বলেন, ড্রোনের মাধ্যমে সব নজরে রাখি, কোথায় কাজ হচ্ছে, আর কোথায় ফাঁকিবাজি।

মোদি বলেন, বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র, নদরদারি চালানো, এমনকি পর্যটনের ক্ষেত্রেও আগামী দিনে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনসেবামূলক কাজে একটা বিপ্লব আনবে ড্রোন।

কোথায় কী কাজ হচ্ছে তার একটা নজরাদারি চালাতে ড্রোনে তোলা ছবিই যথেষ্ট এবং ভরসাযোগ্য বলেই মনে করেন মোদি। দেশের উন্নয়নমূলক কাজে নজরদারি চালাতে ড্রোন আগামী দিনে বিশাল ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

মোদি বলেন, দেশে ড্রোনের ব্যবহারের অতিরিক্ত নিয়মগুলি ঝেড়ে ফেলা হয়েছে। আরও সরলীকরণ করা হয়েছে ড্রোন ব্যবহারের নিয়ম। পুলিশ, ট্রাফিক, প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের গুরুত্ব অসীম।