নেপালে বিমান বিধ্বস্ত : ২১ মরদেহ উদ্ধার

nepale biman bidhbast 21 mordeo uddhar,নেপালে বিধ্বস্ত বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার,নেপালে বিধ্বস্ত প্লেনের ২১ আরোহীর মরদেহ উদ্ধার,

নেপালে বিমান বিধ্বস্ত : ২১ মরদেহ উদ্ধার

নেপালে বিমান বিধ্বস্ত : ২১ মরদেহ উদ্ধার

নেপালে তারা এয়ারের বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

সোমবার (৩০ মে) মোসতাং জেলার পাহাড়ের ধারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা যাত্রীবাহী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নেপালের সেনাবাহিনী জানায়, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাংয়ের সানো সোয়ার ভিরে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

এর আগে, গত রোববার সকালে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।