টুইটার আপাতত কিনছেন না ইলন মাস্ক

টুইটার আপাতত কিনছেন না মাস্ক,এখনই টুইটার কিনছেন না এলন মাস্ক,টুইটার ক্রয়চুক্তি আপাতত স্থগিত ইলন মাস্ক,twitter news,elon musk,

 টুইটার আপাতত কিনছেন না মাস্ক

টুইটার আপাতত কিনছেন না মাস্ক

টুইটার কিনছেন না টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। শুক্রবার এক টুইটে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

মাস্ক জানিয়েছেন, টুইটারের স্পাম বা ভুয়া অ্যাকাউন্টের জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন। টুইটারে ৫ শতাংশের কম স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট, এই তথ্য সুনিশ্চিত করার মতো বিশদ তথ্য এখনও তিনি পাননি।

গত ২৫ এপ্রিল চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনতে সম্মত হন মাস্ক। আগামী কয়েক মাসের মধ্যে এর মালিকানা হস্তান্তর করা হবে বলে জানিয়েছিলেন মার্কিন ধনকুবের। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনতে ব্যাংক থেকে বড় অংকের ঋণও নিয়েছেন তিনি। টুইটার কেনার পর ভুয়া অ্যাকাউন্ট মুছে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক।

এদিকে, মাস্কের এই ঘোষণার পর টুইটারের শেয়ারের দাম ১৭ দশমিক ৭ শতাংশ কমেছে। কেনার চুক্তি স্থগিতের ব্যাপারে মাস্কের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি টুইটার কর্তৃপক্ষ।