২৪ পদে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Khulna Shipyard Ltd Job Circular 2022

khulna shipyard ltd job news,khulna shipyard ltd job circular,২৪ পদে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি,খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি,

২৪ পদে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Khulna Shipyard Ltd Job Circular 2022

২৪ পদে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | Khulna Shipyard Ltd Job Circular 2022

বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এ ২টি আলাদা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইলেকট্রিক্যাল শাখায় ২টি এবং প্লেটার শপে ০৩ টি পদের অধীনে মোট ২৪ জন নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Khulna Shipyard LTD Job Circular 2022 has been published on Bangladesh Protidin Newspaper and the official website www.khulnashipyard.com। উক্ত প্রতিষ্ঠানে আগ্রহী নারী-পুরুষ উভয়েই আগামী ২০ ও ২৭ জুন ২০২২ ই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Topics in this Post

একনজরে খুলনা শিপইয়ার্ড চাকরি বিজ্ঞপ্তি – Summary of Khulna Shipyard Job Circular

Bangladesh Navy- Khulna Shipyard LTD নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর সার-সংক্ষেপ দেখা যাক।

  • প্রতিষ্ঠানের নাম (Name of the Organization): খুলনা শিপইয়ার্ড লিমিটেড – Khulna Shipyard Ltd
  • পদের নাম (Post Name) : গ্রাইন্ডার, শিপ-বিল্ডিং ফিডার ও ওয়েল্ডার।
  • চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি /Govt Job Circular
  • শূন্যপদ / Vacancy: ২৪টি।
  • Job Nature: ফুল টাইম।
  • শিক্ষাগত যোগ্যতা/ Qualification: ন্যূনতম ৮ম শ্রেণি বা সমমান পাশ।
  • লিঙ্গ/ Gender: পুরুষ-মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • আবেদন পদ্ধতি/ Apply Process: ডাকযোগে/ সরাসরি (By Post/ Direct)।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.khulnashipyard.com
  • আবেদনের সময়সীমাApplication Deadline: ২০/০৬/২০২২ইং এবং ২৭/০৬/২০২২ তারিখ আবেদন করা যাবে।

বিস্তারিত খুলনা শিপইয়ার্ড নিয়োগ বিজ্ঞপ্তি | Khulna Shipyard Job Circular

বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এর প্লেটার শপে সম্পূর্ণরূপে অস্থায়ীভাবে (দৈনিক ভিত্তিক) নিম্নবর্ণিত পদ সমূহে জনবল নিয়ােগ করা হবে

নিয়োগ বিজ্ঞপ্তি-০১

১। পদের নাম: ইলেকট্রিশিয়ান (দক্ষ);
পদের সংখ্যা: ১০ জন।
বেতন: সরকারি বিধি অনুযায়ী।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাশ সহ অভিজ্ঞতা।

২। পদের নাম: ইলেকট্রিশিয়ান (আধা দক্ষ);
পদের সংখ্যা: ১০ জন।
বেতন: সরকারি বিধি অনুযায়ী।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাশ সহ অভিজ্ঞতা।

বি.দ্র: আবেদনকারীর বয়স ২৭/০৬/২০২২ ইং তারিখে ১৮-৩০ বছর হতে হবে, তবে ‍অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

নিয়োগ বিজ্ঞপ্তি-০২

১। পদের নাম: গাড়ী চালক (ভারী)
পদের সংখ্যা: ০২ জন।
বেতন: সরকারি বিধি অনুযায়ী।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাশ সহ অভিজ্ঞতা।

২। পদের নাম: অভিজ্ঞ মাছ চাষী।
পদের সংখ্যা: ০১ জন।
বেতন: সরকারি বিধি অনুযায়ী।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাশ সহ অভিজ্ঞতা।

৩। পদের নাম: রাখাল-কাম-শ্রমিক।
পদের সংখ্যা: ০১ জন।
বেতন: সরকারি বিধি অনুযায়ী।
বয়সসীমা: ১৮-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি বা সমমান পাশ সহ অভিজ্ঞতা।

বি.দ্র: আবেদনকারীর বয়স ২০/০৬/২০২২ ইং তারিখে ১৮-৩০ বছর হতে হবে, তবে ‍অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের পদ্ধতি এবং শর্তাবলী – Khulna Shipyard Job Apply

  • আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌ বাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম খুশিলির ওয়েবসাইট www.khulnashipyard.com অথবা সরাসরি হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে।
    বি.দ্র: একটু নিচের দিকে গেলেই ফরমটি পেয়ে যাবেন!
  • মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে চিঠি/ ফোনের মাধ্যমে জানানো হবে।
  • বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য নয়। তবে মুক্তিযােদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য।
  • সংশ্লিষ্ট পদের বেতন প্রতিষ্ঠানের কাঠামাে অনুযায়ী (আলােচনা সাপেক্ষ) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, কর্মদক্ষতা সন্তোষজনক হলে স্থায়ীভিত্তিতে নিয়ােগের সুযােগ রয়েছে। এছাড়াও প্রতি বছর ফেস্টিভাল ইনসেনটিভ বােনাস, নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা ও ক্ষেত্র বিশেষ খুশিলির অভ্যন্তরে বসবাসের সুযােগ রয়েছে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • অসম্পূর্ণ/ ক্রটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফরম

Khulna Shipyard job Application form
Khulna Shipyard job Application form
Khulna Shipyard job Application form 2
Khulna Shipyard job Application form 2

আবেদন ফি পরিশোধ

১নং পদের জন্য ২০০/- টাকা ‘খুলনা শিপইয়ার্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ফান্ড, খুলনা’ এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন মাথা হতে অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারসহ আবেদন করতে হবে। এছাড়া ২ ও ৩ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ৫০/- (পঞ্চাশ) নগদ (হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশনে) জমা করতঃ ক্যাশ মেমাে গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে।

১নং বিজ্ঞপ্তিতে ৫০/- টাকা প্রযোজ্য।

আবেদনপত্র সহ উপস্থিত হবার ঠিকানা

নির্ধারিত তারিখে সকাল ০৯.০০ ঘটিকার মধ্যে হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

১নং বিজ্ঞপ্তিতে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।

আবেদনের সময়সীমা

  • ১নং বিজ্ঞপ্তিতে সরাসরি ২৭ জুন ২০২২ ইং তারিখের মধ্যে উপস্থীত হতে হবে।
  • প্রার্থীকে সরাসরি আবেদনপত্র নিয়ে নির্ধারিত স্থানে স্ব-শরীরে উপস্থিত হতে হবে। আবেদনপত্র নিয়ে আগামী ২০ জুন ২০২২ তারিখে সকাল ৯ টায় নির্ধারিত ঠিকানায় উপস্থিত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রাদি- Required Documents

আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা/ নাগরিক সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র (সত্যায়িত ফটো কপি) ও সদ্য তােলা রঙ্গিন পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে। মৌখিক সাক্ষাৎকার এর সময় সকল প্রকার শিক্ষাগত যােগ্যতার মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে।

  • ১। সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি।
  • ২। শিক্ষাগত যােগ্যতার মূল সনদের সত্যায়িত ফটোকপি।
  • ৩। প্রশিক্ষণ সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
  • ৪। অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
  • ৫। জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্রের সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
  • ৬। নাগরিক সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।

খুলনা শিপইয়ার্ড অফিসিয়াল সার্কুলার – Khulna Shipyard Official Circular

খুলনা শিপইয়ার্ড লিমিটেড অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখার অনুরোধ রইল। Khulna Shipyard Job 2022 Official PDF Circular is below:

নিয়োগ বিজ্ঞপ্তি-০১

নিয়োগ বিজ্ঞপ্তি-০২

Khulna Shipyard Official Circular
Khulna Shipyard Official Circular

পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো-

১। পদের নাম: গ্রাইন্ডার
পদ সংখ্যা: ২০ টি
বেতন: দৈনিক হাজিরা ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট গ্রাইন্ডিং কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২। পদের নাম: শিপ-বিল্ডিং ফিডার
পদ সংখ্যা: ১০ টি
বেতন: দৈনিক হাজিরা ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট ফিটিং কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩। পদের নাম: ওয়েল্ডার
পদ সংখ্যা: ১০ টি
বেতন: দৈনিক হাজিরা ভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট ওয়েল্ডিং কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Khulna Shipyard job Circular 2022

Khulna Shipyard job Circular 2022