Udash Dupur Bela Sokhi Lyrics (উদাস দুপুর বেলা সখি) Shahed | Junaid 

Udash Dupur Bela Sokhi Lyrics By Shahed And Muhammad Junaid

Udash Dupur Bela Shokhi Lyrics Is Bengali Song. This Song Is Sung By Shahed, Muhammad Junaid And Rahim Shah. This Song Lyrics Created By Zakir Hossain Razu.

Bhalobasar Moton Bhalobasle mp3 song download pagalworld

Song Info
Song : Udash Dupur Bela Shokhi - উদাস দুপুর বেলা সখি
Vocal : Shahed, Muhammad Junaid And Rahim Shah
Lyricist : Zakir Hossain Razu
Ukulele : Shopon Khan
Label : Prano Nath Folk Music

Udash Dupur Bela Shokhi Song Lyrics In Bengali

আর উদাস দুপুর বেলা সখি 
আসবে কি একলা নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাইছে
ও কি দেখতে তোমায় মন চাইছে।

আর একবার যদি আসো সখি 
জল ভরিবার ছলে
মনের কথা বলবো তোমায় 
বসে কদম তলে
মনের কথা বলবো তোমায় 
বসে কদম তলে। 

একবার যদি আসো সখি 
জল ভরিবার ছলে
মনের কথা বলবো তোমায় 
বসে কদম তলে
মনের কথা বলবো তোমায় 
বসে কদম তলে।

তুমি সকল দুঃখ ভুলে যেও 
চোখের পানে চেয়ে
তুমি সকল দুঃখ ভুলে যেও 
চোখের পানে চেয়ে

আর শক্ত কইরা ধরিয়ো হাত 
ছাইড়া যাইবার ভয়ে
দেখতে তোমায় মন চাইছে
ও কি দেখতে তোমায় মন চাইছে। 

আর উদাস দুপুর বেলা সখি 
আসবে কি একেলা নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাইছে
ও কি দেখতে তোমায় মন চাইছে।

আর না জানি মুই লিখতে চিঠি 
না জানি মুই পড়তে 
বাঁশির সুরে ডাকি তোমায় 
আসো না গো ছুটে
বাঁশির সুরে ডাকি তোমায় 
আসো না গো ছুটে। 

আর উথাল পাথাল নদীর ঢেউয়ে 
বুকে জোয়ার ভাটা চলে
উথাল পাথাল নদীর ঢেউয়ে 
বুকে জোয়ার ভাটা চলে

চেয়ে তোমার পানে
দেখতে তোমায় মন চাইছে
ওকি দেখতে তোমায় মন চাইছে। 

আর উদাস দুপুর বেলা সখি 
আসবে কি একলা নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাইছে
ওকি দেখতে তোমায় মন চাইছে।

উদাস দুপুর বেলা সখি গানের লিরিক্স

Aar Udas Dupur Bela Shokhi
Ashbe ki ekla nodir ghate re
Dekhte tomay mon chaiche
Oki dekhte tomay mon chaiche

Aar ekbar jodi asho sokhi
Jol bhoribar choley
MOner kotha bolbo tomay
Bose kodom toley

Tumi sokol dukkho bhule jeyo
Chokher paane cheye
Aar shokto koira dhoriyo haat
Chaira jaibar bhoye
Dekhte tomay mon chaiche

Aar Udas Dupur Bela Shokhi
Asbe ki ekla nodir ghate re
Dekhte tomay mon chaiche
Oki dekhte tomay mon chaiche

Aar na jani mui likhte chiti
Na jani mui porte
Banshir sure daaki tomay
Asho na go chutey

Aar uthal pathal nodir dheuye
Buke jowar bhata chole
Cheye tomar paane
Dekhte tomay mon chaiche.

Post a Comment

Previous Post Next Post